book image

Zinda Beti Kuwain Main Phenk Di

Author:

Ameer-e-Ahl-e-Sunnat

Publisher:

Maktaba-tul-Madina

Pages:

32

Description:

এই রিসালায় আপনারা জানতে পারবেন: দরূদ শরীফের ফযীলত, (১) জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল!, জীবিত কন্যা শিশুকে প্রেসার কুকারে ঢুকিয়ে চুলোয় তুরে দিল আর, আল্লাহ্ চান তবে ছেলে দান করেন বা মেয়ে অথবা কোন কিছুই দান করেন না, কন্যা সন্তানের ফযীলতের উপর হুযুর ﷺ এর ৮টি বাণী:, কন্যাদের প্রতি হুযুর ﷺ এর স্নেহ মমতা, কোলে বাচ্চা নিয়ে নামায আদয়ের মাসয়ালা, আলট্রাসনোগ্রাফীর গুরুত্বপূর্ণ মাসয়ালা, পুত্র সন্তানের রিপোর্ট পাওয়া সত্ত্বেও কন্যা সন্তানের জন্ম হল (ঘটনা), নিঃসন্তানদের ৪টি রূহানী চিকিৎসা, গর্ভপাত থেকে বাঁচার ৪টি রূহানী চিকিৎসা, স্তন ফোলার ২টি রূহানী চিকিৎসা, মায়ের দুধের ঘাটতি দূর করার ৬টি রূহানী চিকিৎসা, (৪০) স্বামীকে নেককার ও নামাযী বানানোর উপায় এবং আরো অনেক কিছু।